ইউটিউব এম সি এন নেটওয়ার্ক কি ?


ইউটিউব এম সি এন নেটওয়ার্ক 


এম সি এন নেটওয়ার্ক হল একটি মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক সংগঠন যা ইউটিউবে ভিডিও প্ল্যাটফর্মগুলির সাথে কাজ করে, যেমন "পণ্য, প্রোগ্রামিং, অর্থায়ন, ক্রস-প্রোমোশন, পার্টনার ম্যানেজমেন্ট, ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট, নগদীকরণ / বিক্রয়, এবং / অথবা শ্রোতা উন্নয়ন "বিজ্ঞাপন রাজস্ব শতাংশ বিনিময়ে

অধিকাংশ ভাল ইউটিউব চ্যানেল গুলো তাদের চ্যানেল এর প্রোটেকশন এবং বিভিন্ন ফিচার্স এর সুবিধা ভোগ করার জন্য ইউটিউব এম সি এন নেটওয়ার্ক ব্যবহার করে থাকে

বর্তমানে MCN ইউটিউব স্বীকৃত গুগল অ্যাডসেন্স এর মত একটা প্লাটফর্ম যেখানে ইউটিউব পাবলিশাররা গুগল অ্যাডসেন্স এর চেয়ে বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করে এবং ইউটিউব পাবলিশারদের ইনকাম গুগল অ্যাডসেন্স এর চেয়ে অনেকগুনে বৃদ্ধি পায়। এমনকি “MCN” এর সকল আভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যাবলী ইউটিউব স্বীকৃত কতগুলো প্রতিষ্ঠিত সার্ভিস প্রভাইডারের মাধ্যমে পরিচালিত হয়, যারা প্রত্যেকটা MCN এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে ইউটিউব পাবলিশারদের সার্বিক উন্নয়নে নিয়োজিত থাকে।

বর্তমানে বাংলাদেশ এর ছোট ইউটিউব চ্যানেল গুলর জন্য FREEDOM MCN বেশ জনপ্রিয়তা অর্জন করেছে 
এমনকি  Kathbiral TV এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি  Freedom MCN এর আওতাভুক্ত



বর্তমানে গুগোল এডসেন্স এর এলগোরিদমের ফলে অনেক সময় ছোট চ্যানেল গুলি সাসপেন্ড হয়ে যায় ফলে চ্যানেল গুলো ফেরত পেতে বেশ কষ্টসাধ্য হয়ে পরে ফলে অনেকেই MCN নেটওয়ার্ক এর আওতাভুক্ত থাকে কারন আপনার চ্যানেল যদি ভুলবশত এবং কোন স্প্যাম ছাড়া সাসপেন্ড হয়ে যায় তবে MCN নেটওয়ার্ক ইউটিউব অথিরিটি এর সাথে কন্টাক্ট করে সমস্যা সমাধানে সহায়তা করে।

আপনি কি MCN এ জয়েন করতে পারবেন?

হ্যাঁ পারবেন তবে তাদের শর্ত মেনে ফরম পুরন করতে হবে। বিভিন্ন MCN এর বিভিন্ন শর্ত থাকে

যেমনঃ Maker Studios - https://max.makerstudios.com





ছোট ইউটিউব চ্যানেল এর জন্য কোন MCN Network ভাল ?



আমার মতে আপনার চ্যানেল যদি ছোট হয় তবে আপনি FREEDOM এ জয়েন করতে পারেন, তবে সেক্ষেত্রে ভাল কোন রেফারেল হলে তারা আপনাকে সহজেই এপ্রুভ করবে সেক্ষেত্রে আপনি KathbiraL TV এর রেফারেল লিংক টি ইউস করতে পারেন যেহেতু তাদের ইয়টিউব চ্যানেলটি অনেকদিন ধরে তাদের সাথে যুক্ত ফলে আপনার চ্যানেলটি সহজেই এপ্রুভ পেতে সুবিধা হবে।
নিচে লিংক টি দেওয়া রয়েছে, তবে চ্যানেল এর মান অবশ্যই ভাল হতে হবে এবং এটি বাংলাদেশ এর জন্য ভাল কাজ করছে।তবে জয়েন করার আগে অবশ্যই তাদের শর্ত গুলো পড়ে নিবেন।

Take Our Referral Link For More Advantage - KATHBIRAL TV FREEDOM NETWORK 

https://partners.freedom.tm/via/kathbiraltv



ইউটিউব এম সি এন নেটওয়ার্ক সম্পর্কে আপনার কোন মতামত থাকলে কামেন্ট বক্স এ জানাতে
পারেন,

ধন্যবাদ।




Comments