টপ ৫: পৃথিবীর সর্ব বৃহৎ ৫টি দেশ

৫. ব্রাজিল

Image-sauconsource.com

ব্রাজিল দক্ষিন আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ।
এর আয়তন প্রায় ৮.৫১ মিলিয়ন বর্গ কি.মি.। এর বর্ডার দশটি দেশের সাথে সংযুক্ত।
বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজন বনের সবচেয়ে বড় অংশ এই ব্রাজিলেই।
আর ব্রাজিলের পূর্বদিকের অংশে রয়েছে বৃহদাকার উপকূলীয় বনাঞ্চল যার দৈর্ঘ্য প্রায় ৮০০০ কি.মি.।
আর এমন সব বৃহৎ বন ও সমুদ্রতট ই ব্রাজিলের বৃহদায়তন হওয়ার অন্যতম কারন।


৪. আমেরিকা
Image Spurce-www.esta-registration.fr

 বিশ্বের ৩য় বৃহত্তম দেশ হলো আমেরিকা বা যুক্তরাষ্ট্র।
এর আয়তন প্রায় ৯.৫২৫ মিলিয়ন বর্গ কি.মি.।
আমেরিকার বর্ডার মেক্সিকো ও কানাডার সাথে সংযুক্ত আছে।
এর ভৌগলিক অবস্থা ও জীববৈচিত্র খুবই বিচিত্র।
দেশটির পশ্চিমে আছে রকি মাউন্টেইন।
রকি পর্বতমালা এবং মিসিসিপি নদীর মাঝে আছে বিশাল সমভূমি যা কানাডা থেকে মেক্সিকো পর্যন্ত বিস্তৃত।
আর এই সমভূমিই আমেরিকার অন্যতম উর্বর জমি।
এছাড়া আছে গ্রান্ড ক্যানিয়ন ও অন্যান্য বড় বড় অঞ্চল।


৩. চীন
Image Source-www.globalbasecamps.com

 চীন এশিয়া মহাদেশের একটি দেশ।
এর আয়তন প্রায় ৯.৬ মিলিয়ন বর্গ কি.মি.।
চীনের বর্ডার ১৪ টি দেশের সাথে সংযুক্ত যার মধ্যে পূর্বে আফগানিস্তান, উত্তরে রাশিয়া এবং দক্ষিনে ভিয়েতনাম।
চীনের ভৌগলিক অবসবথা খুবই বৈচিত্র্যময়।
 যেমন: উত্তরে আছে খুবই শীতল অঞ্চল আর মাঝে রয়েছে পৃথিবীর ৪র্থ বৃহৎ মরুভূমি, গোবি মরুভূমি এবং দক্ষিনের অঞ্চলেও প্রায়ই গ্রীষ্মকালীন গরম দেখা যায়।
চীনের জনসংখ্যা প্রায় ১.৩৫ বিলিয়ন।
আর মজার ব্যাপার হলো, চীনে যতজন ডাক্তার আছেন তার সমসংখ্যক জনসংখ্যাও কাতারে নেই।


২. কানাডা
Image Source-www.protothema.gr

 সবচেয়ে বড় দেশসমূহের ২য় স্থানে আছে কানাডা।
এর আয়তন প্রায় ৯.৯৮৪ মিলিয়ন বর্গ কি.মি.।
যার ২০২,০৮০ কি.মি. সমুদ্রতট।
উত্তর মেরু ও আমেরিকার মাঝামাঝি অবস্থিত এই দেশটির হিমায়িত তুন্দ্রা সুমেরুবৃত্ত পর্যন্ত বিস্তৃত এবং পশ্চিমে অবস্থিত রকি পর্বতমালা উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত।
আছে বিস্তীর্ণ সমভূমি যা শষ্য উৎপাদনের উপযোগী।
কানাডার জনসংখ্যা ৩৫ মিলিয়ন হলেও প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ঘনত্ব মাত্র ৪ জন।
যার মানে কানাডায় বসবাসকারীদের মাথাপিছু জমির পরিমাণ প্রায় ৬১ একর!!!


১. রাশিয়া
Image source-www.1zoom.ru

 বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া।
এর আয়তন প্রায় ১৭.১ মিলিয়ন বর্গ কি.মি.।
চীনের মত রাশিয়ার বর্ডারও ১৪ টি দেশের সাথে সংযুক্ত।
চীনের মত গ্রীষ্মপ্রধান দেশ না হলেও রাশিয়ার দক্ষিণাংশ অনেকটা আর্দ্র।
আর পৃথিবীর সর্ববৃহৎ স্থলজ বায়োম, তাইগা, পূর্ব কানাডা থেকে কানাডার উত্তরাঞ্চলের প্রায় পুরোটাই দখল করছে।
রাশিয়ার তেল খনিগুলো অবস্থিত এর বরফজমাট বনাঞ্চল এবং তুন্দার নিচে।
যদিও খরচ এবং কঠিন হওয়ায় রাশিয়ার বেশিরভাগ তেলখনি এখনো সংরক্ষিতই আছে।



পৃথিবীর এসব বৃহত্তম দেশগুলি সম্পর্কে আপনার কোন মতামত থাকলে কামেন্ট বক্স এ জানাতে
পারেন,

ধন্যবাদ।

Comments