Most Powerful 7 ELITE Special Forces
এলিট বা স্পেশাল ফোর্স হচ্ছে
কোনো দেশের সবচেয়ে দক্ষ, অত্যাধুনিক ও সর্বোচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত
মিলিটারি ইউনিট
যারা যে কোনো পরিস্থিতিতে,
যে কোনো ধরণের সামরিক মিশন
পরিচালনা করার যোগ্যতা রাখে।
হলিউড মুভির কল্যাণে কমবেশি সবারই
এলিট বা স্পেশাল ফোর্স সম্পর্কে ধারণা রয়েছে।
সামরিক ভাবে শক্তিশালী প্রতিটি দেশের রয়েছে নিজস্ব স্পেশাল ফোর্স ।
এই স্পেশাল ফোর্স গুলো একই সাথে
কোন দেশের সামরিক শক্তির পরিচায়ক এবং
যে কোনো পরিস্থিতিতে ,পৃথিবীর যে কোনো স্থানে
দেশের হয়ে বিভিন্ন বিপজ্জনক মিশন পরিচালনা করতে সদা প্রস্তুত থাকে।
এমনকি যে কোনো দুর্গম প্রাকৃতিক পরিবেশে তারা মানিয়ে নিতে পারে
এবং স্বচ্ছন্দে তাদের কাজ চালিয়ে যেতে পারে।
এমনকি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে নিঃশব্দে
তারা তাদের মিশন সম্পন্ন করতে পারে।
(EKo Cobra) Austria ইকো কোবরা, অস্ট্রিয়া
ইকো কোবরা অস্ট্রিয়ার প্রধান সন্ত্রাস বিরোধী স্পেশাল ট্যাকটিক্যাল ইউনিট
যা ১৯৭৮ সালে গঠিত হয়।
১৯৭২ সালে অনুষ্ঠিত মিউনিখ অলিম্পিকে
ইসরাইলী ক্রীড়াবিদদের উপর হামলার প্রতিক্রিয়া স্বরূপ এই স্পেশাল ফোর্স গঠিত হয়।
খুব বেশি জন পরিচিতি না থাকলেও বিভিন্ন সন্ত্রাস বিরোধী কার্যক্রমে এরা খুব তৎপর।
বিমান ছিনতাই রুখতে এই দলটি পৃথিবীর অন্যতম সেরা স্পেশাল ফোর্স।
বলা হয় যে এরাই পৃথিবীর একমাত্র সন্ত্রাস-বিরোধী দল
যারা উড়ন্ত অবস্থায়
সন্ত্রাসীদের বিমান ছিনতাই প্রক্রিয়া ব্যর্থ করে দিতে পারে।
(Joint Task Force 2) সংক্ষেপে (JFT2) - Canada
কানাডিয়ান স্পেশাল ফোর্স JFT2 গঠিত হয় ১৯৯৩ সালে
এবং এটি পৃথিবীর অন্যান্য স্পেশাল ফোর্স গুলোর তুলনায় নব্য গঠিত একটি ফোর্স।
কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এরা নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে।
অপারেশন চলাকালীন সময় এরা এতটাই গোপনীয়তা রক্ষা করে যে
একটি অপারেশনে কানাডার প্রধানমন্ত্রীও জানতো না
JFT2 আফগানিস্তান অপারেশনের সাথে সম্পৃক্ত।
(GIGN) France জি আই জি এন, ফ্রান্স
দা ন্যাশনাল জেনডারমেরী ইন্টারভেনশন গ্রুপ বা
সংক্ষেপে GIGN ফ্রান্সের স্বশস্ত্র বাহিনীর একটি স্পেশাল ফোর্স।
অস্ট্রিয়ান ইকো কোবরার মতো জি আই জি এন ও ১৯৭২ সালে মিউনিখ অলম্পিকে আক্রমণ এর পর গঠিত হয়।
ফ্রান্স সহ পৃথিবীর যে কোনো প্রান্তে সন্ত্রাস দমন,
জিম্মি উদ্ধারসহ বিভিন্ন সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য
এর সদস্যরা উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত।
GIGN এর সবচেয়ে নির্ভীক অপারেশন ছিলো
১৯৭৯ সালে চরমপন্থী বিদ্রোহীদের কবল থেকে মদীনার মসজিদ-উল-হারাম পুনরুদ্ধার।
সৌদি ফোর্সের সাথে GIGN যোগ দেয়
কিন্তু মসজিদের ভেতর অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ থাকায়
তিনজন GIGN কমান্ড সাময়িক সময়ের জন্য
ইসলাম গ্রহন করে অপারেশন পরিচালনা করে।
(Shayetet 13) Israel
শায়েতেত ১৩ নামে পরিচিত
ইসরায়েলী মিলিটারি দলটি পৃথিবীর অন্যতম সেরা স্পেশাল ফোর্স।
ইসরায়েল এ আরো তিনটি এলিট ফোর্স রয়েছে
কিন্তু সন্ত্রাস দমনে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত শায়েতেত ১৩ এদের মধ্যে সবচেয়ে সেরা।
তাদের সবচেয়ে উল্লেখযোগ্য অপারেশন ছিলো “স্প্রিং অব ইয়ুথ”।
(United States Navy SEALs) USA
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঠিত যুক্তরাষ্ট্রের
নেভি সীল পৃথিবীর সবচেয়ে সেরা একটি স্পেশাল ফোর্স।
US নৌ-বাহিনীর পুরুষ সদস্যদের নিয়ে এই ফোর্সটি গঠিত।
জল, স্থল এমনকি আকাশ পথের যুদ্ধেও এরা সমান পারদর্শী ।
আক্রমণ পরিকল্পনা, উচ্চ প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ সহ তাদের দখলে সবকিছু রয়েছে।
আফগানিস্তান ও ইরাক যুদ্ধে তাদের সম্পৃক্ততা ছিলো।
এমনকি MOST WANTED ওসামা বিন লাদেন হত্যায়
সি আই এ এর সাথে তারা পূর্ণ সহযোগিতায় ছিলো।
Russian Spetsnaz- The Russian Alpha Group- Russia
(Spetsnaz)স্পেৎসনাজ বলতে মূলত
রাশিয়া এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সবকয়টি স্পেশাল ফোর্সকেই বুঝানো হয়।
কিন্তু সেরাদেরও সেরা যেরকম থাকে,
ঠিক তেমনিভাবে স্পেৎসনাজের সেরা দল হলো
আলফা গ্রুপ।
আলফা নামে পরিচিত রাশিয়ান এই এলিট ফোর্সটি পৃথিবীর অন্যতম হিংস্র একটি ফোর্স।
সত্তর এর দশকের মাঝামাঝি আলফার কার্যক্রম শুরু হলেও
আফগানিস্তানে অপারেশন পরিচালনার মধ্য দিয়ে এটি সবার সামনে আসে।
ভয়ংকর প্রতিহিংসা পরায়ণতা ও হৃদয়হীন ভাবে
প্রতি পক্ষকে ঘায়েল করার জন্য এদের পরিচিতি রয়েছে।
(Special Air Service-SAS) United Kingdom
১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঠিত
ব্রিটিশ এস এ এস এখনো পর্যন্ত পৃথিবীর সেরা এলিট ফোর্স।
পৃথিবীর বিভিন্ন দেশের স্পেশাল ফোর্স গুলো
এর আদলে গঠিত।
প্রথমে এই দলটি টেরিটোরিয়াল আর্মির একটি অংশ থাকলেও
১৯৪১ সালে এটি আলাদা হয়ে যায়।
এই দলে যোগ দিতে চাইলে সুঠাম শারীরিক গঠন অপরিহার্য
কারণ প্রার্থীদের প্রচণ্ড শারীরিক প্রশিক্ষণের ভেতর দিয়ে যেতে হয়।
পরবর্তী পর্যায়ে শুরু হয় তাদের বিভিন্ন সার্ভাইভাল ট্রেনিং
যা তাদের যে কোনো প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে সাহায্য করে।
আধুনিক প্রযুক্তি ও অস্ত্রের ব্যবহার,
ইন্টেলিজেন্স সার্ভিস থেকে প্রাপ্ত প্রশিক্ষণ ও
নিজেদের দক্ষতা সব মিলিয়ে এরা অতুলনীয় ও অপ্রতিরোধ্য।
পৃথিবীর শক্তিশালী এই এলিট ফোর্স গুলো আপনাদের কেমন লাগল?
এবং ভিডিওটি সম্পর্কে আপনাদের কোন মতামত থাকলে কমেন্ট বক্স এ আমাদের জানাতে পারেন
ধন্যবাদ
Comments
Post a Comment